GOD MODE নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যারা কম্পিউটার ব্যাবহার করে থাকি। সবাই কম বেশি কাজের প্রয়োজনে কম্পিউটার এর Settings পরিবর্তন করে থাকি।
আর এই জন্য আমাদেরকে কন্ট্রোল প্যানেল এর বিভিন্ন অপশনে খোঁজাখুঁজি করতে হয়। আবার অনেক সময় খুজে পাওয়াও যায়না। এই সমস্যা থেকে পরিত্রানের জন্য আছে  “গড মুড” অপশন।

 কি এই গড মুড অপশন?

গড মুড হচ্ছে উইন্ডজের একটি লুকানো অপশন, যেখানে উইন্ডজের Control Panel  এর প্রায় সকল সেটিংস একসাথে পাওয়া যায়। এটাকে বলতে পারেন centralized Control Panel

 

 কিভাবে এক্টিভ করবেন এই গড মুড

যে কোন একটি নতুন ফোল্ডার নিন, এবং নাম দিন :

 

GOD MODE.

{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

ফোল্ডারটি দেখতে অবিকল কন্ট্রোল প্যানেল এর আইকনের (নিম্নের চিত্রের) মত দেখা যাবে।

GOD MODE

A Centralized Control Panel

এবার আইকনটেতে ক্লিক করলে নিম্নের চিত্রের মত ফোল্ডার খুলবে, যেখানে আপনি খুজে পাবে আপনার প্রয়োজনীয় অপশন।

God Mode

A Centralized Control Panel