হুয়াওয়ে নিয়ে এলো ৪০ মেগাপিক্সেল ক্যামেরার শক্তিশালী আকর্ষণীয় ফোন ।

টেকলার্ন বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা । মোবাইল প্রেমিদের জন্য এই প্রথম হুয়াওয়ে নিয়ে এলো ৪০ মেগাপিক্সেল ক্যামেরার শক্তিশালী একটি ফোন। হুয়াওয়ে পি২০ প্রো এর স্পেসিফিকেশন। বর্তমানে বাজারে থাকা ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। ফোনটির পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এতে রয়েছে ‘নচ’ ডিসপ্লে। [...]